মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রমজান মিয়া (জীবন) এর কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা কমিটির সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল।
গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে তিনি দিলালপুর ইউনিয়নের শহীদ রমজান মিয়া জীবনের কবর জিয়ারত করেন।
এই সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এসময় তিনি নগদ ২০ হাজার টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করেন। শহীদ রমজান আলীর ৭ মাসের গর্ভবতী স্ত্রী ও সন্তানের সম্পূর্ণ ভরণপোষণের দায়িত্ব তিনি পালন করবেন বলেন
এই সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সহ উপজেলা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দুই মাস চার দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৯ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন ছাত্রদলকর্মী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের সন্তান জীবন মিয়া।
Related Stories
December 12, 2024 8:10 PM
December 12, 2024 7:05 PM
December 12, 2024 6:04 PM