
স্পোর্টস ডেস্ক
লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে কক্ষপথেই ছিল রিয়াল মাদ্রিদ। এখনও তারা টেবিল টপার, তবে গতকাল রাতে হোঁচট খেয়েছে সাতে থাকা ওসাসুনার বিপক্ষে। ১-১ গোলে ড্র করে লস ব্লাঙ্কোসরা শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে আছে। এর বাইরে অবশ্য আলোচনায় ম্যাচটিতে লাল কার্ড খাওয়া রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জ্যুড বেলিংহাম। তার বিরুদ্ধে রেফারিকে গালি’র অভিযোগ উঠেছে, তবে লা লিগার রেফারিদের পাল্টা ক্ষোভ দেখিয়েছেন কার্লো আনচেলত্তি।
উড়ন্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপের ১৫তম মিনিটের গোলে ওসাসুনার বিপক্ষে ম্যাচে লিড নিয়েছিল রিয়াল। ফেদে ভালভার্দের পাসে ওসাসুনা ডিফেন্সের ভুলে ক্লোজ রেঞ্জ শটে গোল করেন এই ফরাসি অধিনায়ক। তাদের সেই লিড ভেঙে দিয়ে দ্বিতীয়ার্ধে আন্তে বুদিমিরের পেনাল্টিতে ওসাসুনা মূল্যবান একটি পয়েন্ট পেয়েছে। আর তাতেই কপাল পুড়তে পারে রিয়ালের। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫১, অন্যদিকে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা রয়েছে তিন পয়েন্ট পেছনে। আজ জিতলে গোল ব্যবধানে এগিয়ে থাকা কাতালানরা তাদের টপকে যাবে।
লা লিগার এমন সমীকরণকে পাশ কাটিয়ে আলোচনার জায়গা দখল করে নিয়েছে বেলিংহামের লাল কার্ড ইস্যু। ম্যাচের ৩৮ মিনিটে সবচেয়ে বিতর্কিত মুহূর্তের জন্ম দিয়ে স্বাগতিকদের ম্যাচে ফেরার সুযোগ কিছুটা রেফারি হোসে মুনুয়েরাই করে দিয়েছিলেন। রেফারির উদ্দেশে তীর্যক মন্তব্য করেছিলেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জ্যুড বেলিংহাম। তার বদলে সরাসরিই দেখিয়েছেন লাল কার্ড। ম্যাচের পরের প্রায় ১ ঘণ্টা রিয়াল খেলেছে একজন কম নিয়ে।
ম্যাচ পরবর্তী রেফারির প্রতিবেদন নিয়ে স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, রেফারির প্রতিবেদনে লেখা হয়েছে– ‘বেলিংহাম রেফারিকে “ফাক ইউ” বলেছেন’। শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার হয়ে থাকে। তবে ম্যাচের পর স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার-প্লাসকে বেলিংহাম বলেন, ‘আমি রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি “ফাক অফ”।’ বেলিংহাম যে শব্দটি উচ্চারণ করেছেন, সেটি সাধারণত বিরক্তি বা ‘দূর হও’–জাতীয় কথা বোঝাতে ব্যবহার হয়।
একই সুরে কথা বলেছেন রিয়াল কোচ আনচেলত্তি–ও। তিনি বলেন, ‘বেলিংহামের লাল কার্ড নিয়ে যা হয়েছে, তিনি (রেফারি) ভালোভাবে বুঝতে পারেননি ইংরেজিটা। তাকে “ফাক অফ” বলা হয়েছে, “ফাক ইউ” নয়। এখানেই ভুলটা করেছেন। “ফাক অফ” মানে তো আমাকে অবজ্ঞা করো না। এটা আক্রমণাত্মক কিছু নয়।’ এ ছাড়া আগে থেকে লা লিগায় রেফারিং নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে আসছেন আনচেলত্তি। তার আপত্তি— ‘এই (সর্বশেষ) তিন ম্যাচে যা ঘটেছে তা খুবই অদ্ভুত, এসব সবাই দেখেছে। এর বেশি কিছু বলতে চাই না।’
ওসাসুনা ম্যাচে ভিএআর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি) ব্যবহার না করা নিয়েও ক্ষুব্ধ রিয়াল কোচ, ‘প্রত্যেকেই দেখেছে তাদের (ওসাসুনা) এরিয়ায় ভিএআরের ব্যবহার দেখা যায়নি, কিন্তু আমাদের অর্ধে ঠিকই দেখা গেছে। এখানে সমস্যা আছে। এমন কিছু ঘটেছে, যা ঘটা উচিৎ নয়। আমরা আমাদের লড়াই অবশ্যই জারি রাখব।’