বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ক্যারিয়ারে খুব অল্প সময়েই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। মাঝে মধ্যেই বিভিন্ন ইস্যুতে বলিউড তারকাদের তলব করেন দেশটির আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)।
এর আগে বেশ কয়েকজন তারকা ইডির নজরদারিতে ছিলেন। এবার ‘জুয়াকাণ্ডে’ শ্রদ্ধা কাপুরকে তলব জানিয়েছেন সংস্থাটি।
জানা গেছে, অনলাইন বেটিংঅ্যাপে প্রতারণার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে ভারতে। ইতোমধ্যে মহাদেব অ্যাপের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বলিউড তারকা রণবীর কাপুরকে তলব করেছিলেন ইডি।
একই বেটিংঅ্যাপকাণ্ডে তলব করা হয়, অভিনেত্রী কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান ও শ্রদ্ধা কাপুরকে। এ ছাড়া আরও কয়েকজনকে নজরে রেখেছে ইডি।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, জিজ্ঞাসাবাদের জন্য ইডির দপ্তরহাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শ্রদ্ধা কাপুরকে তলব করেছে।
মূলত অভিনেত্রীর আয়ের উৎস কী, কীভাবে টাকা প্রদান করা হয়, এসব জানার জন্যই ডাকা হচ্ছে তাদের। তবে হাজিরা দেওয়ার আগে অন্তত দুই সপ্তাহ সময় চেয়েছেন শ্রদ্ধা কাপুর।
অন্যদিকে কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে রায়পুর দপ্তরে বিভিন্ন সময় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারা সেখানে হাজিরা দিয়েছেন কিনা, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস