
আমার কাগজ ডেস্ক
সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলা বৃহত্তর খুলনা সমিতির কার্যনির্বাহী পরিষদের পঞ্চম সভা গতকাল শনিবার বিকাল ৫টায় সমিতির নিজস্ব সুন্দরবন ভবনে (৭/৩, এ বড়বাগ) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি এম এ সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। এরপর উপস্থিত সদস্যরা ইফতার পার্টির আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব পর্যালোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া, চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের একটি আধুনিক হাসপাতাল বৃহত্তর খুলনা অঞ্চলে স্থাপনের উদ্যোগকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্ভাব্য পদক্ষেপসমূহ নিয়ে বিস্তর আলোচনা হয়। নেতৃবৃন্দ বৃহত্তর খুলনার স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়নের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
উপস্থিত ছিলেন সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আফছার আলী, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সরকার ইলিয়াস হোসেন, কাজী সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট শামসুজ্জামান, মোঃ মহিদুল ইসলাম, মাহতাব হোসেন মনি, মোহাম্মদ রেজাউল করিম, মো: মাসুম বিল্লাহ ও হাফেজ সুলতান আহমদ।
সভা শেষে নেতৃবৃন্দ বৃহত্তর খুলনার সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতের করণীয় সম্পর্কে রূপরেখা নির্ধারণ করেন।