
আমার কাগজ ডেস্ক
রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মাল্টিপারপাস হলে গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২০২৫। বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এই তিন জেলার রাজধানীতে বসবাসরত অধিবাসীদের প্রাণের সংগঠন বৃহত্তর খুলনা সমিতি দীর্ঘদিন ধরে আত্মসম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা ও সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে।
সমিতির সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
সভায় আরও বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী, সাবেক সভাপতি ডাঃ আক্তার বিশ্বাস, লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর লায়ন এরশাদ হোসেন রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন রিপন তরফদার নিয়াম, দপ্তর সম্পাদক লায়ন আকতারুজ্জামান এমজেএফ, সিলভার সদস্য শেখ মোস্তাফিজুর রহমান, মিডিয়া কমিটির আহ্বায়ক জি এম হাফিজুর রহমান এবং এস টি এইচ ফুয়াদ প্রমুখ।
সভায় সমিতির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সমিতির নিজস্ব ভবন পুনর্নির্মাণ এবং আধুনিক বহুতল “সুন্দরবন ভবন” নির্মাণের প্রস্তাব। এই ভবনে সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রমের জন্য আধুনিক সব সুবিধা থাকবে।
ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আরও রয়েছে সমিতির ডিজিটাল তথ্যভাণ্ডার গড়ে তোলা, তরুণ প্রজন্মকে সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, স্বাস্থ্য ও শিক্ষা সহায়তায় সক্রিয় ভূমিকা রাখা এবং সদস্যদের মধ্যে আরও নিবিড় সম্পর্ক স্থাপন।
উপস্থিত গোল্ডেন, ডায়মন্ড, সিলভার ও আজীবন সদস্যরা সভার বিভিন্ন প্রস্তাবে একাত্মতা প্রকাশ করেন এবং বৃহত্তর খুলনা সমিতির ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।