স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি সিরিজ হেরে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার ওয়ানডে ফরম্যাটে ভারতের মুখোমুখি। রোববার (১৬ জুলাই) সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম ওয়ানডে ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার ১৫ ওভার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে খেলা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত।
শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিলেও দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিক দল। ১৮ বল খেলে কোনো রান করতে না পারা শারমিন আখতার রানআউট হয়ে যান। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হওয়ার আগেই নেই দ্বিতীয় উইকেট। আমনজোত কৌরের বলে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন (১৩)। বাংলাদেশের সংগ্রহ ১৫.১ ওভার ২ উইকেট হারিয়ে ৪০ রান। জাতীয় নারী ক্রিকেট দলের এই সিরিজটি কোনো টিভি চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে না। বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ধারাভাষ্যসহ ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে।