মো. জুহায়ের আখতার সম্প্রীতি, বুটেক্স প্রতিনিধি
দেশের প্রথম ও একমাত্র পাবলিক টেক্সটাইল প্রকৌশল নিয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। ২০১০ সালে কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি হতে বিশ্ববিদ্যালয়ে উন্নীত এ প্রতিষ্ঠানটি প্রতি বছর ২২ ডিসেম্বর ‘বুটেক্স দিবস’ হিসেবে পালন করে।
বিশ্ববিদ্যালয়ের ১৪তম জন্মদিনে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পালিত হয়। কার্যক্রমের অংশ হিসেবে সকাল ১০টায় বেলুন ও পায়রা অবমুক্তকরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ কর্মচারীবৃন্দ। তারপর বের হয় শিক্ষক ও শিক্ষার্থীদের আনন্দ র্যালি (ব্যান্ড পার্টিসহ)। আনন্দ র্যালিটি তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অতঃপর ক্যাম্পাসে ফিরে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অ্যালামনাই ও অতিথিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জুলহাস উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় ১৫ বছরে পদার্পণ করায়, আমি সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানাই । আজকের দিনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক,গবেষণা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের আমরা আশা করি।এর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া সময় সল্পতার কারণে আমরা যথেষ্ট প্রস্তুতি নিতে পারিনি। আমরা সামনে বছর থেকে আরও সুন্দরভাবে এই দিন উদযাপনের চেষ্টা করবো।
একাডেমিক ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়, অনুষ্ঠানে বেশিরভাগ বর্তমান শিক্ষার্থীরা অনুপস্থিত ছিলেন। এই বিষয়ে ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মায়িশা মোবাশশিরাহ জানান, বিশ্ববিদ্যালয় দিবস আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যের জন্য আয়োজন। তাই বন্ধুরা আরও সকলে উপস্থিত থাকলে ভালো লাগতো। এছাড়া আজকের দিনের অনুষ্ঠান নিয়ে আমাদের আশা আরও বেশি ছিল। আশা করছি প্রশাসন এই বিষয়টার দিকে নজর দিবে।