বরিশাল প্রতিনিধি
জীবন সুন্দর যদি সুস্থ দেহের অধিকারী হওয়া যায়। একজন মানুষকে বেঁচে থাকতে হলে যেমন তার অক্সিজেনের প্রয়োজন পড়ে জীবন রক্ষার জন্য, তেমনি যার অক্সিজেনের প্রয়োজন সেই জানে জীবন রক্ষার জন্য অক্সিজেনের কতটা জরুরী। এ অবস্থায় তখন সে আর কোনো দ্বিধাই মানে না, তার একটাই চেষ্টা কিভাবে জীবনকে বাঁচানো যায়। একজন রক্তে মাংসে গড়া মানুষের দেহ। সেই দেহে রক্তই যদি পরিপূর্ণ না থাকে, তখন সে মানুষটি মানসিকভাবে ভেঙে পড়েন।
সম্প্রতি ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে বাংলাদেশ একটি নতুন রূপে রূপান্তরিত হয়েছে। নতুন বাংলাদেশ সংস্কারে শুভকামনায় ‘এগিয়ে যাওয়ার প্রত্যয় বি নেগেটিভ ডোনার চলো বহুদূর’ এই শ্লোগান বুকে ধারণ করে বি নেগেটিভ ডোনার বাংলাদেশ বরিশাল বিভাগ-এর মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত মিলনমেলায় বক্তারা বলেন, কোলাহল বিচ্ছেদ ভুলে আসুন আমরা দল-মত নির্বিশেষে, বৈষম্যবিরোধী না হয়ে নতুন বাংলাদেশ সংস্কারে নিজেকে গড়ে তুলি মানব রূপে, রক্ত দানে, মানবতার সেবায় এবং চিন্তা চেতনায়। তারা বলেন, আসুন বৈষম্যবিরোধী নয়, বৈষম্য রোধ করে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বি নেগেটিভ ডোনার বাংলাদেশ বরিশাল বিভাগ আরেকটি নতুন রুপে বৈষম্যকে দূর করে সামনে এগিয়ে চলি। আপনার এক ফোঁটা রক্তে যদি একটি ভাই কিংবা বোন প্রাণে বেঁচে যায়, তাহলে আমাদের ক্ষতি কি। বরং লাভটাই বেশি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এটা ভেবেই এগিয়ে আসুন। আপনার রক্তের গ্রুপের সাথে মিলে যায়, তাহলে তাকে রক্ত দিতে দ্বিধা কিসের।
বক্তারা বলেন, আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রক্ত পরীক্ষা করে সচেতন থাকি। আত্মীয় কিংবা অপরিচিত ব্যক্তির অসুস্থ মৃত্যুশয্যায়, সিজার কিংবা ডেলিভারি, যে কোন ক্ষেত্রে রক্তের প্রয়োজন পড়তে পারে, সে ক্ষেত্রে আমি আমার রক্ত দান করে দিব, এটাই হল একটি মানবতার কাজ।
তাই আসুন, স্বেচ্ছায় রক্ত দান করি, এতে করে নিজে বাঁচি অপরকে বাঁচাই। এভাবেই এগিয়ে যাব দূর-বহুদুর।