
আমার কাগজ প্রতিবেদক
ঐক্যবদ্ধ, গতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ সিভিল সার্ভিস গঠনের অঙ্গীকার নিয়ে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিসিএস ২২ ব্যাচের ২৬টি ক্যাডারের সমন্বয়ে গঠিত ফোরামের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শরৎসন্ধ্যা নামীয় স্বতঃস্ফূর্ত অনুষ্ঠানটি একটি মনোরম পরিবেশে ঢাকায় অনুষ্ঠিত হয়। এ এক অনন্য উদ্যোগ ও শুভ সূচনা।
লক্ষ্য ও উদ্দেশ্য একটাই, একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে কার্যকর সম্মিলিত প্রয়াস। একতাই বল, একতাই আমাদের অস্তিত্ব। এ মন্ত্রে আমাদের মধ্যকার বিভেদ ও দূরত্ব দূর করে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। “আন্তঃক্যাডার ও নন-ক্যাডার, জুনিয়র ও সিনিয়র—এই সমস্ত কৃত্রিম প্রাচীর ভেঙে ফেলে বৈষম্যহীন ঐক্যে সামনে এগিয়ে চলাই সকলের অঙ্গীকার” এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আলোচনার অবতারণা করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সকলের নজরকাড়া।