
রংপুর প্রতিনিধি
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষে বিশেষভাবে তৈরি সাইকেল নৌকা নিয়ে জনসমাবেশস্থলে এসেছেন পীরগাছা উপজেলার বাসিন্দা সাবেদ আলী। প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে তিনি ওই সাইকেল চালিয়ে সমাবেশস্থলে এসেছেন।
বুধবার (২ আগস্ট) সকালে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে তাকে দেখা যায়।
বিশেষভাবে তৈরি ‘সাইকেল নৌকা’ নিয়ে জনসমাবেশস্থলে সাবেদ
জানা গেছে, সাবেদ আলী পীরগাছা উপজেলার তাম্বুলপুরের নেকমামুদ এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কর্মী। তিনি নিজ থেকেই ওই বিশেষ সাইকেল নৌকা বানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ উপলক্ষে তিনি বিশেষভাবে তৈরি সাইকেল নিয়ে রংপুর শহরে এসেছেন। মঙ্গলবার রাতে নগরীতেই ছিলেন সাবেদ আলী। বুধবার সকাল থেকে সমাবেশস্থলের আশপাশে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
সাবেদ আলী জানান, তার জীবনের শেষ চাওয়া, বিশেষভাবে তৈরি সাইকেল নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখাতে চান। তবে উন্নয়নের জন্য অবশ্যই বারবার নৌকার সরকার দরকার।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।