
আমার কাগজ ডেস্ক
বিমান পরিবহন ও পর্যটন খাতে উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।
আজ বুধবার (১৩ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ক্লাবটির প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সচিব নাসরিন জাহানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
নাসরিন জাহান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে ১৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে যোগদান করেন। নাসরীন জাহান বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১১৫তম সিনিয়র স্টাফ কোর্সের (SSC) সেশন পরিচালনা করছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে জানা যায়।
উল্লেখ্য, প্রদানকারী আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ নিজেও একজন বহুমাত্রিক মানবিক ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা, সংগঠন পরিচালনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন।
তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্য, স্কাউট গাইড ফেলোশিপ ও BSTQM-এর সক্রিয় সদস্য।
এছাড়া তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।