
আমার কাগজ ডেস্ক
রাজধানীর অভিজাত হোটেল আল রহমানিয়া ইন্টারন্যাশনালে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) -এর কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পর্ষদের এক বিশিষ্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবকগণ উপস্থিত থেকে সভাকে করে তোলেন প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবংগ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট কবি রাজু আলীম।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব, যিনি সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন।
সভায় সভাপতিত্ব করেন বিজেইউসি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গণমাধ্যমের প্রগতিশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত জনাব সাব্বির আহমেদ রনি। সভার সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা মহাসচিব মো: মোক্তার হোসেন, যিনি সংগঠনের গোড়াপত্তন থেকে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছেন।
অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত প্রেসিডেন্ট, উক্ত সংগঠনের সদস্য ও খ্যাতনামা সমাজসেবক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি তাঁর বক্তব্যে বলেন- “সাংবাদিকতা হচ্ছে জাতির দর্পণ। একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের কল্যাণে বিজেইউসি যে অগ্রণী ভূমিকা রেখে চলেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি সবসময় সাংবাদিক সমাজের উন্নয়ন ও তাদের পেশাগত মর্যাদা রক্ষায় পাশে আছি এবং থাকবো।”
তিনি আরও উল্লেখ করেন, “সামাজিক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। বিজেইউসি আজ যেভাবে নতুন প্রজন্মের সাংবাদিকদের নিয়ে এক সাহসী প্ল্যাটফর্ম গড়ে তুলেছে, তাতে আমি অভিভূত।”
প্রসঙ্গত, লায়ন খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্য, স্কাউট গাইড ফেলোশিপ, BSTQM, ও বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংগঠনের সক্রিয় সদস্য। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ, যারা সাংবাদিক সমাজের ঐক্য, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নানা মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে সকলে বিজেইউসি’র নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।