আমার কাগজ প্রতিবেদক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আয়োজিত হতে যাচ্ছে হল ফিস্ট-২০২৪।
সোমবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়েদের চারটি হলে একযোগে হল ফিস্ট অনুষ্ঠিত হবে। এতদিন পর হল ফিস্টের দেখা পেয়ে উচ্ছ্বাসিত বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা।
শহীদ আজিজ হলের শিক্ষার্থী সাঈফ মাহমুদ বলেন, হলে থাকলেও ক্লাস, ল্যাব এবং পরীক্ষার চাপে সিনিয়র-জুনিয়রদের সঙ্গে তেমন দেখা বা কথা বলা হয় না, ডাইনিংয়ে খাওয়ার সময় ছাড়া। কিন্তু হল ফিস্টের এই আয়োজন আমাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। এটি একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।
গতকাল রাত ৩টা পর্যন্ত আমরা সবাই মিলে ক্রিকেটের জন্য নিলাম করেছি—সিনিয়র ও জুনিয়র একসঙ্গে। একসঙ্গে খেলছি, প্রোগ্রামের জন্য আয়োজন করছি। এসব অভিজ্ঞতা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে এবং স্মৃতির পাতায় দাগ কাটে। সিনিয়ররা যখন হল ছেড়ে চলে যাবে, তখন এই স্মৃতিগুলোই আমাদের মনে থাকবে। জুনিয়ররা যখন আসবে, তখন এ ধরনের আয়োজন তাদের নতুনভাবে অনুপ্রাণিত করবে। এই ধরনের উৎসব হলজীবনকে আরও রঙিন ও অর্থবহ করে তোলে।
জি. এম. এ. জি. ওসমানী হলের শিক্ষার্থী ইমরান খান ফাহিম বলেন, ফিস্ট মানেই আনন্দ-উৎসব, শিক্ষক-শিক্ষার্থী, সিনিয়র-জুনিয়র মিলে আড্ডা-গল্প, খাওয়া-দাওয়া খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন—এবার সেটাই হতে যাচ্ছে ভেবে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। সেই সঙ্গে আমাদের ৪৫তম ব্যাচের ভাইয়েরা বর্ণিল এক ‘হলজীবন’ শেষ করে এখন পদার্পণ করবেন চাকরিজীবনে। হলের করিডোরে যাদের নিয়মিত দেখতাম আর শুনতাম, ‘কিরে, কেমন আছিস? সব ঠিকঠাক?’ এই ভ্রাতৃত্ববোধের শব্দগুলো শুনতে পাব না ভেবে মনে বিষণ্ণতাও কাজ করছে।
৪৫তম ব্যাচের ভাইদের জন্য অনেক দোয়া ও শুভকামনা থাকবে সবসময়। আশা করি হল ফিস্টের মাধ্যমে নিয়মিত ক্লাস, সিটি, ল্যাব, ভাইভা দিয়ে একঘেয়েমি রুটিনে ছুটে চলা জীবনে প্রশান্তির পাশাপাশি আমাদের সবার মাঝে পারস্পরিক সম্পর্কগুলো ও ভ্রাতৃত্ববোধ আরও সুন্দর ও দৃঢ় হবে। সর্বোপরি, আমাদের জীবনে যুক্ত হবে হলজীবনের কিছু দারুণ স্মৃতি।”
জি. এম. এ. জি. ওসমানী হলের প্রভোস্ট ড. মো: সাইদুজ্জামান বলেন, প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে হল ফিস্ট। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল জি. এম. এ. জি. ওসমানী হল অত্যন্ত জাঁকজমকভাবে আয়োজন করছে এবারের হল ফিস্ট-২০২৪। নানারকম ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ওসমানী হলে। এই অনুষ্ঠানের মাধ্যমে ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে।
শহীদ আজিজ হলের প্রভোস্ট ড. মো: ইমদাদ সরকার বলেন, শহীদ আজিজ হলের ফিস্ট ১৬ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা জুলাই বিপ্লবের পর প্রথম হল ফিস্ট। প্রভোস্ট টিম বিভিন্ন কমিটি গঠন করেছে, যারা স্বাধীনভাবে কাজ করে প্রোগ্রামটিকে সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছে।
ফিস্টে হলের সকল বৈধ শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে এবং অ্যালামনাইরা নির্দিষ্ট ফি দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। ইনডোর ও আউটডোর গেম, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। আশা করি, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।