বিনোদন ডেস্ক
বিবাহবিচ্ছেদের পরও একসঙ্গে থাকেন বলিউড অভিনেতা আমির খান ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। সাধারণত বিবাহবিচ্ছেদের পর একসঙ্গে থাকেন না অধিকাংশ মানুষ। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম আমির-কিরণ। দুজনে দাম্পত্য থেকে বেরিয়ে এসেছেন ঠিকই তবে তাদের বন্ধুত্ব অটুট রয়েছে এখনও।
মূলত প্রথম স্ত্রী রিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিরণের হাত ধরেন আমির। তবে সে সম্পর্কও স্থায়ী হয়নি। বিয়ে ভাঙলেও সুসম্পর্ক বজায় রেখেছেন তারা। তবে শুধু কিরণ নয়, প্রথম স্ত্রী রিনার সঙ্গে যোগাযোগ আছে আমিরের। আমির-রিনার মেয়ে ইরা খানের বিয়েতে বাবার ভূমিকা যথাযথভাবে পালন করেছেন আমির। মেয়ের বিয়েতে সাবেক দুই স্ত্রীর সঙ্গে এক ফ্রেমে ধরাও দিয়েছেন।
সম্প্রতি ‘লা পাতা লেডিস’ সিনেমার প্রচারে এসে কেন তারা একসঙ্গে থাকেন, সে প্রসঙ্গে খোলাখুলি কথা বলেন কিরণ। তিনি বলেন, ‘আমির এখন আমার খুব ভালো বন্ধু। একজন কাছের বন্ধুর সঙ্গে যতটা যোগাযোগ থাকে, আমাদেরও তাই আছে। আমরা এখনো একটি পরিবারের মতোই থাকি।’
একই ভবনের আলাদা দুইটি ফ্ল্যাটে থাকেন আমির-কিরণ। বিচ্ছেদের পরে যে বন্ধুত্ব অটুট রাখা যায়, সেটা খুব ভালো করে জানেন আমিরও। বিচ্ছেদের প্রভাব ছেলের ওপর পড়তে দিতে চান না দুজনের কেউই। সেজন্যেই নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হলেও কাছাকাছি থাকার চেষ্টা করেন তারা। সংসার ভাঙার পর স্বামী-স্ত্রী দুজনে কাছাকাছি থাকছেন সমাজের চোখে তা একেবারেই স্বাভাবিক নয়। সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
কিরণ বলেন, ‘সমাজের কথা ভাবতে গেলে নিজেদের ভালো থাকা হবে না। আমরা আমাদের সম্পর্ক কোনো পথে চালনা করব, তা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে বাইরের কাউকে কৈফিয়ত দিতে চাই না।’