
বাজিতপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কিশোরগঞ্জের বাজিতপুরে বিশাল র্যালি করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজার হাজার কর্মী আনন্দ র্যালীতে অংশ নেন।
বিশাল আনন্দ র্যালীতে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল, পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, জেলা বিএনপির সদস্য মীর জলিল, জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু, পৌর বিএনপির সদস্য সচিব জসীম মাহমুদ, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান মামুন, বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল, বিএনপি নেতা এডভোকেট রোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবুল খায়ের, যুগ্ম আহ্বায়ক রানা সিকদার, সদস্য সচিব আনিছুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব কাউসার আহমেদ, বাজিতপুর পৌর যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক তানভিরুল হক সোহেল ও সদস্য সচিব মুশফিকুর রহমান শামীম, ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামীম, সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি। এছাড়া উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা।
আনন্দ র্যালী উপজেলার রেজু মার্কেটের সামনে থেকে বিকেল ৩টায় শুরু হয়ে বাজিতপুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ঐতিহাসিক ডাক বাংলায় গিয়ে আনন্দ র্যালী শেষ হয়।
র্যালী শেষে সমাবেশে বক্তারা বলেন, বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না। জনগণের রাজনীতি করে, ভোটের অধিকারের রাজনীতি করে। বাংলাদেশে নির্বাচন হতে হলে কেয়ারটেকার সরকার দিয়ে করতে হবে। এটা কেউ ঠেকাতে পারবে না।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাতসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া করা হয়।