রংপুর প্রতিনিধি
রংপুর মহানগরীতে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে নগরীর হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপচালকের নাম মিনহাজুল ইসলাম। তিনি বগুড়ার আজগার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিল। বাসটি হাজিরহাট এলাকায় আসলে রংপুর থেকে সৈয়দপুরগামী মুরগিবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপচালক মিনহাজ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
নগরীর হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে।