
আমার কাগজ ডেস্ক
বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ (বাফেসাপ) আয়োজিত এক আলোচনায় বক্তারা বায়ান্ন’র চেতনা ও ২৪’র প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ (বাফেসাপ) এর উদ্যোগে ‘অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আজ বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘বায়ান্ন’র চেতনা, ২৪’র প্রেরণা’ শীর্ষক এক আলোচনা সভা, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অমর একুশে সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের সাবেক বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড- এনআরবি’র সদস্য (ভ্যাট) মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আইনজীবী, বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশ্রাফুল হক, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, তরুণ শিল্প উদ্যোক্তা ও ম্যাটাডোর বলপেন ইন্ডা. লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সাগিরুল আলম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন বাফেসাপ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। স্বাগত বক্তব্য রাখেন বাফেসাপ’র মহাসচিব সাহেদ আহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ফরহাদ কবীর।
অনুষ্ঠানে বক্তারা বায়ান্ন’র চেতনা ও ২৪’র প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু শিশু-কিশোর থেকে শুরু করে ছাত্রদের জন্য খুবই উপযোগী, ২৪’র গণঅভ্যুত্থানে ছাত্রদের ভূমিকার কারণে দেশ আজ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে। আমরা এই স্বাধীনতার সর্বোচ্চ ভাল ব্যবহার করবো। গত ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ২৪’র আন্দোলনের মাধ্যমে অর্জিত এই নতুন স্বাধীন দেশে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। শিশুদের মনোবিকাশে আধুনিক চিন্তাধারা ও সাংস্কৃতিক মন-মানসিকতার বিকাশ ঘটাতে হবে।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার প্রদান করেন। এছাড়াও স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য দেশবরেণ্য ব্যক্তিদের অমর একুশে সম্মাননা- ২০২৫ প্রদান করা হয়। সর্বশেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।