আমার কাগজ প্রতিবেদক
পুলিশের তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান বিপিএম (বার), পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম ও উপপুলিশ মহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্র বিপিএম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে।
তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।