বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বঙ্গবন্ধু আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে কলেজ মাঠে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও অডিটোরিয়ামে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
গতকাল বুধবার অনুষ্ঠিত অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শামীমুর রহমানের সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান শিবলী, বাজিতপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সভাপতি শিউলী আক্তার, বাজিতপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. মজিবুল হক, সংসদ সদস্যের একান্ত সচিব খন্দকার আল ফয়সল, বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আল হাসান প্রমুখ।
সহযোগিতায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আমিন মোহাম্মদ হোসাইন, সহ-সভাপতি সাকিবুল ইসলাম সাকিব, উপজেলা ছাত্রলীগ নেতা রাউফুল আলম আলভী, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মিয়াদ, কৈলাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম ইকবাল, বাজিতপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক শুভ্র, কলেজ শাখা ছাত্রলীগ নেতা শেখ সাদী, সাফায়েত হোসেন ইকরাম প্রমুখ।
শেষে এইচএসসি-২০২৩ এর বিদায়ী সকল পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মচারী, সকল ছাত্র-ছাত্রী ও বিদায়ী পরীক্ষার্থীরা।
এদিকে বঙ্গবন্ধু আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন, কলেজের অধ্যক্ষ মো. শামীমুর রহমানসহ অতিথিবৃন্দ।