
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উপজেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে হামলা ও ভাঙুচরের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (১৪ মার্চ) উপজেলার জুমাপুর নামক স্থানে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ।
কাউছার বলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৩ মার্চ) আমরা উপজেলার সরারচর বাজার দুধ মহলস্থ মহিলা মার্কেট সংলগ্ন খালি জায়গায় ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। ইফতারের পূর্ব মুহূর্তে শাহ সুমন, শাহ মিঠু, মোস্তাকিম মিয়া, আবুল খায়ের, ইয়াছিন মিয়াসহ প্রায় ২৫/৩০ জন মিলে আমাদের উপর অতর্কিত হামলা চালাল। এতে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম গুরুত্বর আহত হন। তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। এছাড়া মেহেদী হাসান খান রয়েল ও সুমন মিয়া নামে আরো দুজন আহত হন। এ হামলায় ২৩০টি প্লাষ্টিকের চেয়ার, ৭টি মটর সাইকেল ভাংচুর, তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়াসহ ইফতারী সামগ্রী নষ্ট করে হামলাকারীরা। এতে আনুমানিক ৫ লক্ষ টাকার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে কাউছার আহমেদ জানিয়েছেন।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে হামলাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবি জানান।
কি কারণে হামলা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে, কিছুই জানেন না বলে জানান কাউছার আহমেদ।