বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর প্রেস ক্লাবের সংস্কার, পুনর্গঠন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার বাজিতপুর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বাজিতপুর প্রতিনিধি মো: খলিলুর রহমান।
কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন এডভোকেট মো. আবদুর রহিম রেজু ও দৈনিক ভোরের ডাক-এর বাজিতপুর উপজেলা সংবাদদাতা সাব্বির আহমদ মানিক।
এছাড়া দৈনিক আজকালের খবর বাজিতপুর উপজেলা সংবাদদাতা মোঃ নজরুল ইসলাম সৃজন কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
সভায় বক্তারা বলেন, বাজিতপুর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও মুক্তচিন্তার প্রতীক। নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে সাংবাদিক সমাজ আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রেসক্লাবের উন্নয়নমূলক কার্যক্রম, তহবিল গঠন এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনসহ সংগঠনের নিয়মিত কার্যক্রম পুনরায় সক্রিয় করার দায়িত্ব পালন করবে।
