মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পেয়েছেন সরকারি ৭ কর্মকর্তা।
স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৪২ ক (৩) অনুযায়ী পৌরসভার প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য উপজেলার ৬টি দপ্তরের কর্মকর্তাদের আনুষ্ঠানিক ভাবে পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব প্রদান করেন উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ।
বাজিতপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ হচ্ছেন, ১ নং ওয়ার্ডের দায়িত্বে দেয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন, তার কার্যালয়- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৮ নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, কার্যালয়- বাজিতপুর থানা। ৭ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বনি আমিন, তার কার্যালয়- উপজেলা পরিষদের প্রকৌশলী অফিস । ৩নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়াকে। তার কার্যালয়- উপজেলা পরিষদের সমাজসেবা অফিস । ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানকে। তার কার্যালয়- উপজেলা পরিষদের যুব উন্নয়ন অফিস । এবং ২ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা শিক্ষা অফিসার মো: সাখাওয়াত হোসেন। তার কার্যালয়- উপজেলা পরিষদের শিক্ষা অফিস।
কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত এসব সরকারি কর্মকর্তাগণ ওয়ার্ডের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকিসহ কাউন্সিলরের দায়িত্বপালন করবেন।
জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করার পর তাদেরকে পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব দেওয়া হয়।
Related Stories
December 12, 2024 8:10 PM
December 12, 2024 7:05 PM
December 12, 2024 6:04 PM