
সম্প্রতি নিকলীতে অনুষ্ঠিত শান্তি সমাবেশের একাংশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী পরিবারের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়নের উপর মহাগণ-শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর (মঙ্গলবার) বাজিতপুর পৌর শহরের ঐতিহাসিক ডাকবাংলোর মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বক্তব্য রাখবেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. শেখ নূরুন্নবী বাদল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল (সিআইপি), বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন মাস্টার, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ফারুক আহাম্মদ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রফিকুন্নবী সাথী, নিকলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রহমান গোলাপ, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জ্বল।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রহমান বোরহানের (এড.) সভাপতিত্বে আরো বক্তব্য রাখবেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড. মো. আরকান মিঞা, বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির সাবেক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু, সরারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর কাদির মাস্টার, বাজিতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, নিকলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ তুলিব, হিলচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ এবং বাজিতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল হক পারভেজ।