
বাজিতপুর প্রতিনিধি
নানা কর্মসূচিতে কিশোরগঞ্জের বাজিতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে ডাক বাংলার মাঠে স্থাপিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২৬শে মার্চ প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে সকাল হওয়ার সাথে সাথে বাজিতপুর ডাকবাংলো মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।