
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে তিনটি দোকান ও চারটি গোডাউন থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত একটি বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে আনুমানিক ১ লাখ মিটার কারেন্ট জাল এবং ২৬ হাজার ২৫০ মিটার চায়না তৈরির রিং (ম্যাজিক) জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানটি পরিচালনা করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাসিদ বিন এনাম।
অভিযানে সেনাবাহিনীর একটি দল অংশগ্রহণ করে, নেতৃত্বে ছিলেন বাজিতপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ জুনায়েদ। এছাড়াও অভিযানে সহযোগিতা করেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল।
অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল ও রিং জালগুলো লরির টাক মাধ্যমে ঘোরাউত্রা নদীর তীরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাসিদ বিন এনাম বলেন, “দেশীয় মাছের প্রজনন ধ্বংস করে এমন অবৈধ জাল ব্যবহার করে যারা নদী শোষণ করছে, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”