মোহাম্মদ খলিলুর রহমান
প্রান্তিক পর্যায়ে কৃষকদের যেন খাদ্য সংকটে না পড়ে সে জন্য বসতবাড়ির আঙিনায় সবজি চাষ কর্মসূচি হাতে নিয়েছে কৃষি বিভাগ। এই কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এগারটি ইউনিয়নের ৩৮ জন প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়ির আঙ্গিনায় সবজি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপসচিব মাসুদা বেগম, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জনপ্রশাসন মন্ত্রণালয়। ড. মো: হুমায়ুন কবির, সহকারী প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ), ফ্রিপ প্রকল্প, খামারবাড়ি, ঢাকা। মো: শাহীনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জ ।
এই সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ । বসতবাড়ির আঙিনায় পারিবারিক সবজি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ২১ জাতের শাক-সবজি বীজ, বাগান বেড়া দেওয়ার নেট, পাঁচ জাতের দশটি গাছের চারা, বীজ লাগানোর সিডলিং ট্রে, দশ কেজি রাসায়নিক সার ও সাইনবোর্ড সহ অন্যান্য উপকরণ বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম বলেন, পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিতে আবাদের ব্যবস্থা করতে হবে । এতে করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পারিবারিক সচ্ছলতা ও দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন কৃষক সারা বছরই খামার থেকে কিছু না কিছু পাবেনই। এই প্রকল্প হতে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।
Related Stories
December 24, 2024 9:08 PM
December 24, 2024 8:18 PM
December 24, 2024 8:00 PM