
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বর মো. আরমান মিয়া ও কনে সুমাইয়া ইচ্ছেপূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন তারা।
আজ শনিবার (১০ মে) ব্যবসায়ী যুবক মো. আরমান মিয়া হেলিকপ্টারে উড়ে হালিমপুর ইউনিয়নের পূর্ব কুতুবপুর গ্রামে কনের বাড়িতে আসেন। ঘণ্টাখানের মধ্যে বিয়ের কাজ সম্পন্ন হলে কনে সুমাইয়াকে নিয়ে আবার হেলিকপ্টারে উড়াল দেন তিনি।
এ সময় উৎসুক কয়েকশত গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন। উৎসুক এসব জনতা এবং তাদের ভিড় ঠেকাতে বাজিতপুর থানা পুলিশ মোতায়েন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে উপজেলার পিরিজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ভাল্লুক বের গ্রামের মরহুম আযহারুল ইসলামের পুত্র মো. আরমান মিয়ার সঙ্গে একই উপজেলার হালিমপুর ইউনিয়নের পূর্ব কুতুবপুর গ্রামের মো. মানিক মিয়ার কন্যা সুমাইয়ার বিয়ে ঠিক হয়। আজ ভাড়া করা হেলিকপ্টারে করে মো. আরমান মিয়া কনের বাড়িতে আসেন।
কনে সুমাইয়া বাজিতপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসার বিষয়ে জানতে চাইলে বর মো. আরমান মিয়া বলেন, তার জীবনে ইচ্ছে ছিলো হেলিকপ্টারে করে বিয়ে করবেন। অনেকটা শখ এবং কনের ইচ্ছা পূরণ ও তাকে খুশি করতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসেছি। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন তিনি। এখন তার খুব আনন্দ লাগছে।