
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে আজ শুক্রবার জেল হত্যা দিবস পালিত হয়েছে।
উপজেলা কৃষক লীগের সভাপতি ডা: আজগর এর সভাপতিত্বে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি এড শেখ নুরুন্নবী বাদল, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক আহবায়ক এড আব্দুর রহমান বোরহান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, কিশোরগঞ্জ ৫ (বাজিতপুর-নিকলী) আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ রফিকুন্নবী সাথী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক ভূইয়া ঝিনুক, বলিয়ার্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারুক, দিঘীরপাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফজাল হোসেন, বলিয়ার্দি ইউনিয়ন যুবলীগ নেতা সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন দিঘীরপাড় ৯নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি সবুজ মিয়া, উপজেলা কৃষক লীগের সদস্য হুমায়ুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সিরাজ,হাকিম,পিরিজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু,কৈলাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হেলাল,দিঘীরপাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফয়সাল, দিঘীরপাড় ইউনিয়ন আওয়ামিলীগ নেতা কফিলউদ্দিন, এনায়েত হোসেন সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করেন এবং ৭১ এর পরাজিত শক্তি,৭৫ এর ঘাতক দের হাত থেকে দেশকে রক্ষা করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার ভোট প্রার্থনা করেন।
কিশোরগঞ্জ ৫ (বাজিতপুর-নিকলী) আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ রফিকুন্নবী সাথী তার বক্তব্যে বলেন এ দেশের জন্মের পিছনে রয়েছে বঙ্গবন্ধু এবং তার ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার আত্মত্যাগ। নতুন প্রজন্মকে এই ত্যাগের ইতিহাস জানতে হবে। ৭৫ এর পর ইতিহাস বিকৃত করে কয়েক প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছে।
দেশ এবং দেশের ইতিহাস রক্ষার জন্য আগামী নির্বাচনে নৌকার সাথে থাকার আহবান জানান।