মো. ফারুক
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, জেলা পরিষদ সদস্য ইয়াছমীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ারা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, সরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন, সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আরোয়ারা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুকসহ সরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।