
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ জুলাই) বিকাল তিন ঘটিকায় গাজিরচর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মতিউল ইসলাম আলমগীর অনুষ্ঠান পরিচালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর এবং আগামী নির্বাচনে নিকলী-বাজিতপুর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃরমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাংবাদিক শামসুল আলম সেলিম, কিশোরগঞ্জ জেলা অমুসলিম সেক্রেটারী বাবু কৃষ্ণ চন্দ্র বসাক,বাজিতপুর উপজেলা আমীর ডাঃ ইয়াকুত আলী,নায়েবে আমীর ফারুক আহাম্মদ, উপজেলা সেক্রেটারী মাওলানা ডাঃমোবারক উল্লাহ,বাইতুল সম্পাদক আবু তাহের মাষ্টার,কর্মপরিষদ সদস্য রুবেল খান,হিলচিয়া ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা শামছুর রহমান রফিক, জুবায়ের আহাম্মদ।
রমজান আলী বলেন স্বাধীনতার পরে আপনারা অনেক দলকে ক্ষমতায় এনেছেন, একবার জামায়াত কে ক্ষমতায় এনে পরিক্ষা করে দেখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিভাবে দেশ চালায়।