
মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দুই শত বছরের পুরোনো ঐতিহাসিক বাজার সরারচর। শত বছর আগে এই বাজারে নাম ছিল ফতেপুর। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এই বাজারে সুনাম ছিল বৃহত্তর ময়মনসিংহ জুরে । সরারচর বাজার গরুর হাট ছয় উপজেলার মানুষের কেন্দ্রস্থল ছিল । স্বাধীনতার পরেও পশু কেনা বেচার জন্য শনিবারের অপেক্ষায় থাকতো হাওর অঞ্চল প্রবেশদ্বারের মানুষ । আজ সে বাজারে ইতিহাস-ঐতিহ্য নেই । সিন্ডিকেটের কারণে গত এক যুগ ধরে কোটি টাকার বাজার লক্ষ টাকায় ইজারা দেওয়ার অভিযোগ রয়েছে মহিউদ্দিন আহমেদর বিরুদ্ধে ।
জানা গেছে, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ ২০১২ সাল থেকে ছেলের ক্ষমতা অপব্যবহার করে ১৩ বছর ধরে বাজার ইজারা ডাকে ভয়াবহ দুর্নীতি করে আসছে । গত পহেলা বৈশাখ ১৪৩১ থেকে ৩০ চৈত্র ১৪৩১ এক বছর মেয়াদের জন্য ৪৩ লক্ষ টাকায় ইজারা নেন । মহিউদ্দিন আহমেদের বাজার ইজারা সিন্ডিকেটের কারনে কোটি টাকা মূল্য থাকলেও অন্যকেউ সিডিউল কিনে জমা দিতে পারেনি । এতে সরকার কোটি টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সরারচর বাজার গরুর হাটে বাহারি রকম ব্যবসা । ইজারার ৯ নম্বর শর্ত ভঙ্গ করে অবৈধভাবে ৮৪ টি দোকান বানিয়ে ভাড়া দেন । সেসব দোকান ১২ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা বার্ষিক ভাড়া আছে বলে জানা যায় ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাপড়ের দোকানদার জানান, গরুর হাটের এরিয়ায় ২৩ টি কাপড়ের দোকানসহ ৮৪ টি দোকান রয়েছে । এই সব দোকান থেকে বছরে প্রায় অর্ধকোটি টাকা ভাড়া নেন বলে তিনি জানান।
বাজিতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিংকন বলেন, বছরে পর বছর ধরে মহিউদ্দিন আহমেদ গংরা আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে কোটি টাকার বাজার নিজেদের মধ্যে নেগোসিয়েশনের করে অল্প মূল্যে ইজারা নিয়েছেন। সে বাজারে অবৈধভাবে দোকান বানিয়ে, বিভিন্ন হাট সাব-লিজ দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন । ফলে ঐতিহ্যবাহী সরারচর গরুর হাট দিন দিন তার সৌন্দর্য হারায় ।
এ বিষয়ে জানতে ইজারাদার মহিউদ্দিন আহমেদ এর মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, অতীতে বাংলাদেশের অনেক উপজেলায় বাজার ইজারায় দলিয় লোকজন প্রভাব বিস্তার করতো । ফলে নিজেদের মধ্যে নেগোশিয়েশন করে অল্প মূল্যে ইজারা নিয়ে নিত । ২৪ এর পথ পরিবর্তনের ফলে সে সুযোগ এখন নেই । সর্বোচ্চ দাম হাকানো ব্যক্তি বাজার ইজারা পাবে । বাজারে দোকান বানিয়ে ভাড়া দেওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, সরকারি জায়গায় দোকান বানিয়ে ভাড়া দেওয়ার সুযোগ নেই । সরেজমিনে দেখে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।