
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পুরাতন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ উপলক্ষে এক বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বুধবার (১৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরাতন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনকে বিদায় সংবর্ধনা ও নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামকে বরণ করে নেওয়া হয়। এই দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল হক কাজল, বাজিতপুর পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ জামান বিপিএম প্রমুখ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বিসিএস ৩৫ ব্যাচের কর্মকর্তা ফারাশিদ বিন এনাম নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।