
২০২৩ সালের ছবি
মো. ফারুক
এক মাস সিয়াম সাধনের পর ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে বুধবার বা বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের বড় জামাত অনুষ্ঠানের আয়োজন চলছে কিশোরগঞ্জের বাজিতপুরের ঐতিহাসিক ডাকবাংলোর মাঠে। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
বাজিতপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে অবস্থিত বাজিতপুরের ঐতিহাসিক এ মাঠে উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নিয়ে থাকেন।
ঈদ জামাত আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক এডভোকেট আব্দুল্লাহ আল মনসুর রিপন জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা বড় জামাতের আয়োজন করতে যাচ্ছি। ইতোমধ্যে প্রস্তুতিও চলছে জোরালোভাবে।
এদিকে বাজিতপুর পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফের ব্যবস্থাপনায় মুসল্লীদের অযু করার ব্যবস্থা করা হচ্ছে।
ঈদ জামাতের উপলক্ষে এ মাঠে জরুরি স্বাস্থ্যসেবার জন্য বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সসহ একটি টিম দ্বারা স্বাস্থ্য বুথও স্থাপন করা হচ্ছে।