
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ড ফুড এক্সপার্ট এসোসিয়েশন (বিএলসিএফইএ) এর আগামি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু ইতিমধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল নানা অপতৎপরতা শুরু করেছে। যারই ধারাবাহিকতায় কিছু সদস্যদের বার্ষিক চাঁদা গ্রহণ না করে তাদের সদস্যপদ স্থগিত করে তাদেরকে ভোটাধিকার থেকে দূরে রাখার পায়তারা করা হচ্ছে। যাতে করে তারা তাদের সুবিধামতো ভোটার দিয়ে পছন্দ মতো প্রার্থীদের জেতাতে পারে।
উল্লেখ্য , এসোসিয়েশনটি বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা দেখভালের দায়িত্বে রয়েছেন । তাঁকে লিখিতভাবে অভিযোগ করার পরেও এসোসিয়েশনের সচিব অনিমতান্ত্রিকভাবে মন্ত্রণালয়ের লোক নয় এমন কিছু মানুষ দিয়ে একটি নির্বাচনী বোর্ড ও আপিল কমিটি গঠন করেছেন ।
এরই পেক্ষিতে, ভুক্তভোগী সদস্যরা লিখিত অভিযোগ করে এ বিষয়ে অতি দ্রুত বাণিজ্য মন্ত্রণালয় এর মাধ্যমে সুষ্ঠ সমাধান দাবি করেছেন। ষড়যন্ত্র মূলক এই নির্বাচন করে তিন হাজার কোটি বৈদেশিক মুদ্রা লসের মুখে বাংলাদেশ সরকার।