আমার কাগজ ডেস্ক
বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, গণহারে গ্রেপ্তার করা হচ্ছে বিরোধী নেতা-কর্মীদের। ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বুধবার (২ আগস্ট) এক বিবৃতিতে এসব কথা বলেছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি।
সংস্থাটির এশিয়াবিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের ওপর বর্বরোচিত দমন অভিযান পরিচালিত হচ্ছে। যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন গণতান্ত্রিক না হওয়ার সর্তক সংকেত হিসেবে দেখা উচিত।
বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের শেষ দিকে বিরোধীদলীয় সমর্থকদের ওপর পুলিশ নির্বিচার রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। এ সময় বিরোধী সমর্থকদের পিটুনি দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২৯ জুলাইয়ের কর্মসূচি ঘিরে কয়েক দিনে কর্তৃপক্ষ প্রধান বিরোধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আট শতাধিক নেত–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এটা দৃশ্যত রাজনৈতিক বিরোধীদের নিশানা করে আটকের চেষ্টা বলেও জানায় এইচআরডব্লিউ।