স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দেল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
টেস্ট দলের অধিনায়কের পদে অনেক দিন ধরেই আছেন ক্রেইগ ব্রাথওয়েট। তার অধীনেই বাংলাদেশের বিপক্ষে খেলবে উইন্ডিজ। এই দলে অভিজ্ঞতা আর তরুণদের মিশেল আছে বেশ। ফর্মে থাকা খেলোয়াড় যেমন আছেন, আছেন আনকোরা তরুণরাও।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কাঁধের ইনজুরিতে পড়েছেন হোল্ডার। এতেই দুই ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন দলের এই নিয়মিত মুখ। হোল্ডারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপস। দলের নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রাথওয়েট।
পেস আক্রমণে কেমার রোচের সাথে ফিরেছেন আলজারি জোসেফ। আছেন নতুন সেনসেশন শামার জোসেফ ও জেইডন সেলসও। স্পিন বিভাগে আছেন জোমেল ওয়ারিকন ও কেভিন সিলক্লেয়ার।
আগামী ২২ নভেম্বর অ্যান্টিগাতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকাতে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানজে, কেসি কার্টি, জাস্টিন গ্রেইভস, কেভাম হজ, টেভিন ইমলাক, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকেল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকন।