
বিনোদন ডেস্ক
বলিউডে অভিনেতা হওয়ার আগে ১৯৯১ সালে সংসার পেতেছিলেন সাইফ আলি খান। ১২ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ। প্রায় দেড় দশক সংসার করার পর ২০০৪ সালে বিচ্ছেদ হয় তাদের।
পরে ২০১২ সালে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে চার হাত এক হয় সাইফের। সাইফের সঙ্গে কারিনার বিয়ের সময় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরা। তবে অমৃতার সঙ্গে বিয়ের সময় নাকি সে খবর আগে বাড়িতে কাউকে জানাননি সাইফ।
সম্প্রতি কফি উইথ করণের পর্বে অতিথি হিসেবে সাইফের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা ও বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
করণ জোহরের ওই কফি-আড্ডায় শর্মিলা জানান, অমৃতার সঙ্গে নিজের ছেলের বিয়ের কথা জানতে পেরে নাকি খুব কষ্ট পেয়েছিলেন তিনি। সাইফ বলেন, ‘আমাকে মা ডেকে বললেন, ‘আমরা জানি কিছু একটা ব্যাপার চলছে’, তো আমি তখন পুরো ঘটনাটা বললাম। মা আমাকে তখন বললেন, ‘ঠিক আছে, শুধু বিয়ে করে ফেলো না’। আমি তখন জানাই যে গতকালই আমি বিয়ে করে ফেলেছি।’
সেই সময়ের স্মৃতিচারণ করে সাইফ জানান, তার কথা শুনে নাকি চোখে পানি চলে এসেছিল শর্মিলার। শর্মিলা বলেন, ‘আমি আগে অমৃতার সঙ্গে দেখা করেছিলাম, আমার ওকে ভালোও লেগেছিল।’
১৯৯১ সালে বিয়ের পর ২০০৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন সাইফ ও অমৃতা। তবে বিয়ের সময়ের ভুল আর করেননি সাইফ। বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রথম শর্মিলাকেই জানিয়েছিলেন অভিনেতা। শর্মিলা বলেন, ‘এত বছরের একটা সম্পর্ক যখন ভাঙে, তখন সেটা মোটেই সুখকর নয়। তা ছাড়াও, আমরা সবাই সারা ও ইব্রাহিমকে খুব ভালোবাসতাম। আর ইব্রাহিমের তখন মাত্র তিন বছর বয়স। টাইগারের খুব আদরের ছিল ও। সাইফ ও অমৃতার বিচ্ছেদের পরে বাচ্চাদের থেকে দূরে থাকা আমাদের পক্ষে আরও কষ্টকর ছিল।