
বিনোদন ডেস্ক
কাশ্মীরে হামলার ঘটনায় এবার বিপাকে পড়েছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ছবি ‘আবির গুলাল’ বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয়রা। চলতি মাসের ১ এপ্রিল ফাওয়াদ-বাণী অভিনীত আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর টিজার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি। ৯ মে ছবিটি ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে শোনা যাচ্ছে ছবির মুক্তি পিছিয়ে দিতে পারেন পরিচালক।
পিছিয়ে যেতে পারে ফাওয়াদ খানের নতুন সিনেমা আবির গুলালের মুক্তি।
এদিকে, ভারতীয়দের এই বয়কটের ডাকে থমকে যেতে পারে ফাওয়াদের বলিউড প্রত্যাবর্তন। তাই পুরো বলিউড যখন কাশ্মিরে হামলার ঘটনায় শোক জানাচ্ছে তখন সে দলে যোগ দিয়েছেন ফাওয়াদ খানও। ইনস্টাগ্রাম স্টোরিতে দুঃখপ্রকাশ করে এই পাকিস্তানি সুপারস্টার লিখেছেন, ‘পেহেলগামে হামলার খবরে আমি গভীরভাবে দুঃখিত। এই ভয়াবহ ঘটনার যারা শিকার, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করি।’
শুধু ফাওয়াদ নন। বাণী কাপুরও শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পেহেলগামে নিরীহ মানুষের উপর হামলা দেখার পর থেকে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি স্তব্ধ-বিধ্বস্ত।
২০১৪ সালে ‘খুবসুরাত’ সিনেমা দিয়ে বলিউডে প্রবেশ করেন ফাওয়াদ খান। এরপর ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’- এর মতো ছবি দিয়ে ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও ফাওয়াদ খানকে এর পর আর কোনো বলিউড ছবিতে দেখা যায়নি।