আমার কাগজ প্রতিবেদক
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. রেদোয়ান (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সে পুরান ঢাকার সূত্রাপুরের ৬২নং রুপচান লেন এলাকার মো. আকরাম মিয়ার ছেলে। সে একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে পড়ত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা বিশাল নামের একজন জানান, রেদোয়ান আমার প্রতিবেশী। সম্পর্কে এলাকার ছোট ভাই আমার। স্থানীয় একটি বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত। গত রাতে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া ঘাটে ঘুরতে যায়। ফেরার পথে এক্সপ্রেসওয়েতে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তার বন্ধুরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে
জানানো হয়েছে।