আমার কাগজ প্রতিবেদক
ভরা শীতের এ সময়ে বঙ্গোপসাগর যেন বেরসিক হয়ে উঠেছে। হিমালয় পেরিয়ে আসা হিমশীতল বাতাসকে আটকে দিতে সাগর থেকে মেঘমালা আসছে দেশের আকাশে।
আজ সকাল থেকেই ঢাকার আবহাওয়া কুয়াশাচ্ছন্ন। রোদ ওঠেনি। শীতের প্রকোপ খুব বেশি নয়।
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া ওই মেঘমালা গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনা ও বরিশাল উপকূল দিয়ে প্রবেশ করেছে। বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় এবং বাতাসের সঙ্গে ধুলা-ধোঁয়া মিলেমিশে খুবই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
এসব তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবার থেকে উপকূলীয় ওই এলাকাগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে দিনের আকাশ মেঘ ও কুয়াশায় ঢেকে যেতে পারে। হতে পারে বৃষ্টি। সেই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে ঘন কুয়াশা।