আমার কাগজ প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
ছাত্রলীগের সম্মেলনের দীর্ঘ সাত মাস পরে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ছাত্রলীগের কমিটির আকার ঠিক রেখে বাড়ানো হয়েছে সহসভাপতির ১০টি পদ। ৬১ থেকে বাড়িয়ে এ পদের সংখ্যা করা হয়েছে ৭১টি। এছাড়া আটটি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে।