আমার কাগজ ডেস্ক
বগুড়া ও দিনাজপুর রোববার (১৬ জুলাই) রাতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন বগুড়ার দক্ষিণ বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে অটোচালক বাপ্পি মিয়া (৩৫) ও আশোকোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান (২৮) এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গছাহার হাজীপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে ও রাণীরবন্দর দারুল ইসলাম (কংগ্রেস) আলীম মাদ্রসার এবতেদায়ী শাখার শিক্ষক হাচান আলী (৪৬)।
বগুড়া
বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বাজার এলাকায় রাত সাড়ে ১১টার দিকে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে মহাস্থানের দিকে যাওয়ার সময় বাঘোপাড়া বাজার এলাকায় রংপুর থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরযাত্রী আরিফ নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় অটোচালক ও আপর যাত্রীকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে অটোচালক বাপ্পি মারা যান।
তিনি জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে বিদ্যুতের তার জড়িয়ে ওই বাসে আগুনের সূত্রপাত হয়। তবে এর আগেই যাত্রীরা নেমে যাওয়া কোনো হতাহতের ঘটনাটি খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
দিনাজপুর
দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের গার্মেন্ট বাজার এলাকায় রাত ৯টার দিকে ট্রাকটরের ধাক্কায় হাচান আলী নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে চিরিরবন্দর থানার অফিসার ওসি বজলুর রশিদ জানান, নিহত হাচান আলী মোটরসাইকেল যোগে চিরিরবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল গার্মেন্টস বাজার এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা দিনাজপুরগামী একটি দ্রুতগামী ট্রাকটর তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় চালক ট্রাকটরটি পালিয়ে যায়।