বইমেলা
নূরুন্নাহার নূর
বাংলার বুকে বইমেলা যে
করেছিলেন শুরু,
নামটি তাহার সবাই জানি
চিত্তরঞ্জন গুরু।
প্রতি বছর জমে ওঠে
ফেব্রুয়ারি মাসে,
কবি পাঠক সবার মনেই
বইটা হাতে আসে।
এখন তো আর বটতলাতে
বসতে হয় না চটে,
সবাই এখন বসে রঙের
বিশাল দামি মঠে।
অল্প টাকার স্টলটা হলে
বলে বইটা বাজে,
বই তখনই ভালো হবে
স্টলটা থাকলে সাজে।
ভেতর যদিও অনেক দামী
বাহির রঙে ভরা,
সেই রঙেতেই ভাসবে মানুষ
বর্তমানের ধরা।
-শিক্ষার্থী, সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ।