
স্পোর্টস ডেস্ক
প্রায় ছয় মাস পর মাঠে ফেরাটা রাঙাতে পারলেন না সাকিব আল হাসান। ব্যাট হাতে প্রথম বলেই বোল্ড হওয়ার পর বল হাতে দুই ওভারে খরুচে বোলিংয়ে চিলেন উইকেটশূন্য। পরে তো আর বোলিংই পাননি বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।
তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয় পেয়েছেন সাতিবের দল লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে প্লে-অফও নিশ্চিত করেছে দলটি।
রাওয়ালপিন্ডিতে রোববার বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে লাহোর করে ৮ উইকেটে ১৪৯ রান। ফাখার জামানের ৭ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৬০ রান ছাড়া আর কেউ পঁচিশ পর্যন্তও যেতে পারেননি।
জবাবে ৬৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা পেশাওয়ার ৮ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি। এই হারে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটির।
ব্যাট হাতে এদিন আহমেদ ড্যানিয়েলের করা প্রথম বলেই বোল্ড হন সাকিব। পরে দুই ওভারে দুই ছক্কা হজম করে দেন ১৮ রান।
এই ম্যাচের আগে সবশেষ গত ৩০ নভেম্বর আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব। স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেছিলেন সেপ্টেম্বরের শেষে ভারত সফরে বাংলাদেশের হয়ে টেস্টে।
গত কয়েক মাসে মাঠের বাইরে থাকার সময়টায় ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ ছিলেন তিনি। পরে অ্যাকশন শুধরে ফিরেছেন।
পিএসএলের নিলামে এবার দল না পেলেও টুর্নামেন্টটি স্থগিত হওয়ার পর পুনরায় শুরুর পালায় সাকিবকে দলে নেয় লাহোর। আট বছর পর এবার পিএসএলে খেলছেন তিনি।
২০১৬ আসরে করাচি কিংসের হয়ে ৮ ইনিংসে ১৮ গড়ে রান করেছিলেন ১২৬, ওভারপ্রতি ৭.৯৫ রান দিয়ে উইকেট নিতে পেরেছিলেন ৩টি। পরের আসরে পেশাওয়ার জালমির হয়ে ৫ ইনিংসে ৫৫ রান করেন ১৩.৭৫ গড়ে, বল হাতে ওভারপ্রতি ৭.২৬ রান দিয়ে নেন ৫ উইকেট।