ফেনী প্রতিনিধি
ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে ‘রান্নাবান্না’ কান্ডে এবার ধরা খেলেন নার্সিং সুপারভাইজার নূর জাহান বেগম। এ ঘটনায় তাকে সরকারি চাকুরি থেকে সাময়িক বরাখাস্ত করা হযেছে।
গত ২১ জানুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো, আনোয়ার হোছাইন আকন্দ যুগ্মসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাক্ষরিত অফিস আদেশে বরখাস্তের তথ্য জানা গেছে। আদেশে বলা হয়, হাসপাতালের সিনিয়র নার্স রানী বালা হালদার কর্তৃক হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের অভ্যন্তরে গ্যাসের চুলায় রান্না করেন যা জাতীয় দৈনিক “আমার কাগজ” ও স্থানীয় দৈনিক “দৈনিক ফেনী” -এ সংবাদ আকারে প্রকাশিত হয়। তার এহেন কর্মকান্ড চরম দায়িত্বহীনতা ও অপেশাদারি আচরণের বহিঃপ্রকাশ। তার এ ধরনের কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ স্থানীয় পত্রিকায় প্রকাশিত হওয়ায় বিষয়টি জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হওয়ার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। তার উল্লিখিত কর্মকাÐ হাসপাতালের সংবেদনশীল অপারেশন থিয়েটারের পরিবেশ, রোগীর নিরাপত্তা ও জনস্বাস্থ্য সংরক্ষণের মৌলিক নীতির পরিপন্থী। যার ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও নার্সিং পেশার পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে। অপারেশন থিয়েটারের সার্বিক শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত মান রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও নূর জাহান বেগম, নার্সিং সুপারভাইজার সম্পূর্ণভাবে ব্যর্থ হন। তার নিকট হতে এ ধরনের দায়িত্বহীন আচরণ কোনভাবে কাম্য নয়। তার এই ধরনের কর্মকান্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল), ২০১৮ অনুযায়ী গুরুতর অসদাচরণ বিধায় একই বিধিমালার ৩ (খ) বিধির আলোকে উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুকরণের স্বার্থে এবং উক্ত মামলার সুষ্ঠু নিষ্পত্তির লক্ষ্যে এই আদেশ জারীর তারিখ হতে সরকারি চাকরী থেকে সাময়িক বরখাস্ত করা হলো।”
প্রসঙ্গত, ওই হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দীর্ঘদিন ধরে রান্নাবান্না চলছিল। এতে করে রোগী ও স্বজনদের অসুবিধা হলেও নির্বিকার ছিল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে দৈনিক আমার কাগজসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘুম ভাঙ্গে কর্মকর্তাদের। প্রথমে তদন্ত কমিটি গঠন এবং পরে দুই সিনিয়র নার্সকে সাময়িক বরাখাস্ত করা হয়। বরখাস্তকৃত দুই সিনিয়র স্টাফ নার্স হলেন কল্পনা রানী মন্ডল ও রানী বালা হালদার। সংবেদনশীল এই স্থানে দীর্ঘদিন ধরে চলমান অব্যবস্থাপনায় কেবল নার্সদের দায়ী করা হলেও কোনো চিকিৎসক বা কর্মকর্তার গাফেলতি খুঁজে পাননি তদন্ত দল। এ নিয়ে গত ১৮ জানুয়ারি দৈনিক আমার কাগজ-এ সংবাদ প্রকাশিত হয়। এরপরই নার্সিং সুপারভাইজার নূর জাহান বেগমকে বরখাস্ত করা হলো।
