ফেনী প্রতিনিধি
ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক হলেন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বর্তমানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি হয়।
এতে বলা হয়,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলামকে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হলো। আর বর্তমান তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক সমমান) ডা. মহী উদ্দিন আহমেদকে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (টিবি কন্ট্রোল ও প্রশাসন) হিসেবে পদায়ন করা হলো।
আদেশে আরো বলা হয়, বদলিকৃত কর্মকর্তা ১৪ ডিসেম্বর তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিবেন। অন্যথায় ১৫ ডিসেম্বর তারিখ থেকে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
