ফেনী প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। তিনি নিউইয়র্কের (ইস্টার্ন ডিস্ট্রিক্ট) পূর্বাঞ্চলীয় আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের আলীপুর চৌধুরী বাড়িটি হলো নুসরাতের পৈতৃক নিবাহ। নুসরাত ওই বাড়ির ড. নুর রহমান চৌধুরীর একমাত্র মেয়ে।
তার সাফল্যে গ্রামবাসীর মধ্যেও আনন্দের বন্যা বইছে। স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা পারিবারিকভাবে দেশের বাইরে থাকে। তবুও এলাকার সন্তান হিসেবে এটি আমাদের জন্য মাইলফলক।
জানা যায়, নুসরাতের নিয়োগের প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে ৫০-৪৯ ভোটে পাস হয়েছে। সিনেটর চাক শুমার বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেন।
এই দিন দুপুরে ডেমোক্র্যাট নেতা চাক শুমার টুইটারে নুসরাত চৌধুরীর একটি ছবি পোস্ট করেন। ওই ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেন, নুসরাত চৌধুরী আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের একজন আইনি পরিচালক (লিগ্যাল ডিরেক্টর)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তার নাম সুপারিশ করতে পেরে আমি গর্ববোধ করছি।
চাক শুমার আরও লিখেছেন, নুসরাত ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি প্রথম বাংলাদেশি মুসলমান নারী হিসেবে ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৪৬ বয়সী নুসরাত জাহান চৌধুরী কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ কুরাইশি।