
ফেনী প্রতিনিধি
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন, উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আব্দুল মতিনের ছেলে অটোরিক্সার চালক মো. শ্রাবণ (২০) এবং একই উপজেলার খুঁশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০)। অপরজনের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ মাথিয়ারা গ্রামের আবদুর রউপের মেয়ে খোদেজা (৩০), একই এলাকার জাহাঙ্গীর আলমের শিশু ছেলে মো. আব্দুল্লাহ (১৮ মাস), দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের মুনাফের ছেলে সাহাব উদ্দিন (৫৫), খুঁশিপুর গ্রামের শহিদ উল্লাহ’র ছেলে নাফসি (২৬), দক্ষিণ জায়লস্কর গ্রামের সালাউদ্দিনের মেয়ে জান্নাত আক্তার বৃষ্টি (১৪), একই এলাকার ফারুকের ছেলে তামিম (১৩) এবং ওই এলাকার মেঝবাহ উদ্দিনের মেয়ে আফিয়া (১০)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে সাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল সুগন্ধা পরিবহণের বাসটি। সিলোনিয়া বাজারের লাকী রোডের মাথায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শাহরিয়ার মাহমুদ জানান, হাসপাতালে মোট ১১ জন আহত আসে। এর মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বাকিদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহিপাল হাইওয়ে থানা ওসি হারুন উর রশিদ বলেন, নিহত ও গুরুতর আহতের খবর পেয়েছি। তবে এর সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।