ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় এক অটোরিকশাচালকের বিরুদ্ধে লাইনম্যান হারুনকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৯ জুলাই) দুপুরে ছাগলনাইয়া সিএনজিচালিত অটোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত হারুন ছাগলনাইয়ার পৌর এলাকার বাঁশপাড়া ওয়ার্ডের হাজীপাড়া দেলু সওদাগর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সিএনজি চালকদের তথ্য মতে জানা যায়, শনিবার (৮ জুলাই) রাতে পুলিশের মাসিক ডিউটি বন্টন নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালক বেলাল হোসেনের সঙ্গে লাইনম্যান হারুনের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রোববার দুপুরে ছাগলনাইয়া সিএনজি অটোস্ট্যান্ডে পুনরায় দুজন তর্কে জড়ান। একপর্যায়ে বেলাল হারুনের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে লাঠি দিয়ে আঘাত করেন। এসময় বেলালের ছেলে বাপ্পী সঙ্গে ছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে৷
ছাগলনাইয়া সিএনজিচালিত অটোরিকশা চালক সমিতির সভাপতি নুরুল আফছার ঢাকা পোস্টকে জানান, রক্তাক্ত অবস্থায় উপস্থিত চালকরা হারুনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিলে সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, ঘটনার পরপরই ছাগলনাইয়া পৌর ফটকের সামনে থেকে অভিযুক্ত চালক বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ছেলে বাপ্পীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।