আমার কাগজ প্রতিবেদক
সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলির অনলাইন আবেদন আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বুধবার সেই বদলির কার্যক্রম স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
তবে এক আদেশে বদলির কার্যক্রম স্থগিত করা হলেও কেন আবেদন স্থগিত করা হয়েছে, সে কারণ জানানো হয়নি।
অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, একই উপজেলা ও থানার মধ্যে অনলাইনে প্রধান শিক্ষকদের বদলির কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এর আগে গত ৩০ জুলাই প্রধান শিক্ষকের নিজ উপজেলা/থানায় বদলির আবেদন শুরুর ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণায় বলা হয়েছিল আগামী ৩ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হবে। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।